নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীতে কোন প্রকার অর্থের বিনিময় কোন প্রকার নিয়োগ দেওয়া হয় না। তাই কেউ কারো সাথে অর্থের লেনদেন করবেন না।
১. সেনাবাহিনীতে সৈনিক পদে পরুষ এবং মহিলা পদে নিয়োগ দেওয়া হচ্ছে । আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন।
২. শারিরীক যোগ্যতাঃ
পরুষ মহিলাঃ
উচ্চতা
সাধারন প্রার্থী = ৫ফুট ৬ ইঞ্চি ৫ফুট ৩ ইঞ্চি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী = ৫ফুট ৪ ইঞ্চি ৫ফুট ১ ইঞ্চি
ওজন
৪৯.৯০ কেজি। ৪৭ কেজি।
বুকের মাপ
স্বাভাবিক ৩০ ইঞ্চি প্রসারিত ৩২ ইঞ্চি স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারিত ৩০ ইঞ্চি
২. শিক্ষাগত যোগ্যতাঃ
এস.এস.সি পাশ হতে হবে।
সাধারন প্রাপ্তি বিএসসিসি, সেনা সদস্যের সন্তান, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রার্থী আবেদন করতে পারবেন।
জিপিএ সর্বনিন্ম-৩.০০ হতে হবে।
৩. বয়সঃ
ক) সাধারন, বিএনসিসি, এসএস কোটার জন্য ১৭ থেকে ২০ বছর হতে হবে ।
খ) টেকনিক্যাল ট্রেডের জন্য ১৭ থেকে ২১ বছর হতে হবে ।
গ) ট্রাস্ট টেকনিক্যাল ট্রেড হতে ট্রেড কোর্স সম্পূরকৃত পুরুষ ও মহিলা প্রার্থীগন টিটি এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য প্রযোজ্য।
৪. ভর্তি পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক) সকল শিক্ষাগত যোগ্যতার কপি, মার্কশিট হলে সত্যয়িত হতে হবে। পরবর্তীতে মূল কাজগজত্র দেখাতে হবে।
খ) এস.এস.সি প্রযোজ্য ক্ষেত্রে এইচ.এস.সি পরীক্ষার প্রশংসাপত্র দিতে হবে।
গ) টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে ট্রেড অর্জনের কাগজপত্র সাথে আনতে হবে।
ঘ) অভিবাবকের সম্মতিপত্র আনতে হবে।
ঙ) চেয়ারম্যান এর সত্যায়িত কপি আনতে হবে।
চ) জন্ম সনদ অথবা ভোটার আইডি কার্ড আনতে হব।
ছ) পিতা মাতার আইডি কার্ড আনতে হবে।
জ) সদ্য তোলা ২ কপি ছবি আনতে হবে।
ঝ) সাতার পরীক্ষার প্রয়োজনীয় পোশাক আনতে হবে।
ঞ) লিখিত পরীক্ষার জন্য খাতা, কলম, পেনসিল, জ্যামেতি বক্স সাথে আনতে হবে।
৫) প্রার্থী নির্বাচন পদ্ধতিঃ লিখিত পরীক্ষা(বাংলা, ইংরেজি, গনিত, সাধারন জ্ঞান, বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নিবার্চন করা হবে।
৬) প্রশিক্ষনঃ সেনাদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ১ বছরের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।
৭) আবেদন ফিঃ আবেদন ফি নির্ধারন করা হয়েছে ২০০শত টাকা মাত্র।
৮) প্রার্থীর অযোগ্যতাঃ সরকারি চাকুরি হবে বরখাস্ত, সামরিক প্রতিষ্ঠান হতে বরখাস্ত, মামলা আছে এমন ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে।
৯. আবেদনের নিয়মাবলীঃ
আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে রেজিট্রেশন করতে হবে।
রেজিট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে sainik.teletak.com.bd ওয়েব সাইটে login করতে হবে সম্পূন আবেদন পূরন করে সাবমিট দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার সময় ,তারিখ ও স্থান যথাসময়ে মোবাইলে মেসেজ দিয়ে পরীক্ষার ৭২ ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে।
এসএসএমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া নিম্নে দেওয়া হলঃ
১ম এসএসএম
সাধারন প্রার্থীদের ক্ষেত্রেঃ SAINIK SPACE 1ST THREE LETTER OF SSC BOARD SPACE PASSING YEAR SPACE DISTRICT CODE
বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রেঃ SAINIK SPACE 1ST THREE LETTER OF SSC BOARD SPACE PASSING YEAR SPACE DISTRICT CODE BNCC
এসএস প্রার্থীদের ক্ষেত্রেঃ SAINIK SPACE 1ST THREE LETTER OF SSC BOARD SPACE PASSING YEAR SPACE DISTRICT CODE SS
টিটিটিআই প্রার্থীদের ক্ষেত্রেঃ SAINIK SPACE 1ST THREE LETTER OF SSC BOARD SPACE PASSING YEAR SPACE DISTRICT CODE TTTI
টিটি প্রার্থীদের ক্ষেত্রেঃ SAINIK SPACE 1ST THREE LETTER OF SSC BOARD SPACE PASSING YEAR SPACE DISTRICT CODE TT
২য় এসএসএম
প্রথম মেসেজে যোগ্য প্রার্থী একটি পিন নাম্বার পাবেন। এই পিন নাম্বার সহ পরবর্তি প্রক্রিয়া হলঃ
SAINIK SPACE YES SPACE PIN NUMBER SPACE CONTACT MOBILE NUMBER দিয়ে পাঠিয়ে দিতে হবে ১৬২২ নাম্বারে ।
সেনা চাকুরীর সুবিধাসমূহঃ
সকল প্রকার সেনা সদস্যের সকল নিয়ম কানুন মেনে বিভিন্ন ভাতা প্রদান করা হবে। অর্থাৎ সেনা দপ্তরের সৈনিক গ্রেডে প্রদানকৃত অর্থ ও সুবিধাদি প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে ........................
৮৬ তম বিএম এ দীর্ঘমেয়াদী কোর্স 86 BMA LONG COURSE 2021
আবেদন শেষ তারিখ ০৯ জানুয়ারী ২০২১
বয়স: ১ই জুলাই ২০২১ সালে ১৭-২১ বছর ( এফিডেভিট গ্রহনযোগ্য নয়)। সশশ্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
শারীরির যোগ্যতা: পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ৫৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক ৩০, প্রসারিত
৩২ ইঞ্চি।
মহিলা: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক প্রসারিত ২৮
৩০ ইঞ্চি
শিক্ষাগত যোগ্যতা:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.৫০ থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
নাগরিক: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।
প্রার্থীদের জন্য অযোগ্যতা:
১. সেনা/ নৌ/ বিমান বাহিনী থেকে বরখাস্ত/ অপসারন/স্বেচ্চায় পদত্যাদ ইত্যাদি কারন।
২. আইএসএসবি পরীক্ষায় স্কীন আউট অথবা দুইবার প্রত্যাখান তবে একবার প্রত্যাখান হলে আবেদন করতেপরাবেন।
৩. যে কোন ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত।
৪.সেনা/ নৌ/ বিমান বাহিনী আপিল মেডিক্যাল বোর্ড অযোগ্য প্রার্থী।
৫. প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টারের বেশী বিষমদৃষ্টি ১.০০ডাইঅপ্টারের বেশী হলে এক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
৬. প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে নাসিক করা গ্রহনযোগ্য হবে না।
৭. দৈত নাগরিকত্ব অথবা অন্য কোন দেশে বসবাস করে এমন প্রার্থী।
অনলাইনে আবেদন পদ্ধতি:
https://joinbangladesharmy.army.mil.bd/ হোম পেজের কোনায় গিয়ে Apply Now গিয়ে 86 তম কোর্সে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০ টাকা অফেরতযোগ্য Trust Bank, tCash, Master Card, Bkash, Rockt এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। এর পর পরবর্তী নিদের্শনা মেনে আবেদন ফরম পূরন করতে হবে।
প্রাপ্ত সুযোগ সুবিধা:
১. বেতন ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসমূহ সশশ্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার কেডেটগন বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফহ্যানেন্ট গন এর বেতন ভাতা ও সরকারী অন্যান সুবিধাদি প্রাপ্ত হবে।
২. বিদেশে প্রশিক্ষন: প্রশিক্ষনের বিভিন্ন পর্যায়ে কমিশন প্রাপ্তির পর মেধাবী অফিসার গনের বিদেশে প্রশিক্ষনের সুযোগ পাবেন ।
৩. উচ্চতর শিক্ষা: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতোকোত্তর এমফিল, ও পিএডি করার সুযোগ প্রদান।
৪. বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ।
৫. চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারেধ্য ব্যধি হলে অবস্থার ভিত্তিতে বাহিরে প্রেরন পূর্বক অর্থসহ বিদেশে প্রেরন করা হবে।
৬. সন্তানদের অধ্যায়ন: নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্ম ফোস মেডিকেল কলেজ, মিলেটের অব সাইন্স এন্ড মেডিকেল কলেজ, বাংলাদেশ ইউনিভাসির্টি অব প্রফেশনাল এবং সেনাবাহির কর্তৃক স্কুল কলেজ অধ্যায়নের সুযোগ প্রাপ্ত হবে।
বিএমএ প্রশিক্ষন:
১. ক্যাডেটগন একাডেমিতে (৩) তিন বছরের প্রশিক্ষন প্রাপ্ত হবেন।
২. বিএমএ প্রশিক্ষনের সময় প্রশিক্ষনের পাশাপাশি এমআইএসটি ইঞ্জিনিয়ারী এ ( EECE, CSE, ME, CE ও বিআইওতে (IR Economic, BBA, Physics স্নাতক সম্মান বিষয়ে পড়াশুনা করবেন।
৩.প্রশিক্ষন শেষে লেফহেনেন্ট পদে পদন্নতি পাবেন।
৪. ৪র্থ বছর বিএমএ/এমআইউতে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রী শেষ করবেন।
Tag: #BangladeshArmy #Bangladesharmyjobapply, #BMA long Course, #Jobcircular, #jobnet24.com, #job, job circular2021




0 মন্তব্যসমূহ