বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
আগারগাঁও, শেরেবাংলা নগর
www.bpsc.gov.bd
আবেদনের লিংক নিছে শেয়ার করা হল:
bpsc.teletalk.com.bd
বিজ্ঞপ্তি নম্বর-৮০.০০.০০০০.২০০.০৪৬০৩৬.২০২০-২৫৩ তারিখ:৩০.১১.২০২০
বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের নিম্নোক্ত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলম ৪২তম বি.সি.এস.(বিশেষ) পরীক্ষা-২০২০ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে:
১. পদের সংখ্যা :
ক্যাডারের নাম পদের নাম ক্যাডার শূন্য পদের শিক্ষাগত বিষয়
পদের কোড সংখ্য যোগ্যতা কোড
বি.সি. এস.(স্বাস্থ্য) সহকারী সার্জন ৪১০ ২০০০ এম.বি.বি.এস ৩৯১
১.০: বিশেষ বিজ্ঞপ্তি:
১.১: নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, কর্মকর্তার অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারনে বিজ্ঞপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
১.২ বি.সি. এস (স্বাস্থ্য) ক্যাডার পদের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন পার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিতে বি.সি. এস (স্বাস্থ্য) ক্যাডারের পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে তাকে সে মর্মে বি.এম.ডি.সি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ড BPSC From-1 (Application's copy) এর সাথে জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের মূলকপি অর্জিত মেডিকেল ডিগ্রিধারীদের বি.এম.ডি.সি’র সাথে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হচ্ছে। ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরিক্ষা গ্রহন করা হবে না।
১.৩ যদি কোন প্রার্থী এম.বি.বি.এস/ সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ঐ পরীক্ষার ফলাফল ৪২ তম বি.সি. এস. (বিশেষ) ২০২০ এর আবেদনপত্র দাখিলের (অনলাইন রেজিস্ট্রেশনের) শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহন করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবর্তীন প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার এম.বি.বি.এস/ সমমানের সকল লিখিত পরীক্ষা ৪২ তম বি.সি. এস. (বিশেষ) ২০২০ এর আবেদনপত্র গ্রহনের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭.১২.২০২০ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।
২. অনলাইনে ৪২ তম বি.সি. এস. (বিশেষ) পরীক্ষা-২০২০ এর আবেদনপত্র (BPSC FROM-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়
২.১: আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৭.১২.২০২০ তারিখ, সকাল ১০.০০ মিনিট।
২.২: আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শেষ তারিখ ও সময়: ২৭.১২.২০২০ তারিখ, সন্ধা ০৬.০০ মিনিট।
৩.০ বয়সসীমা :
৩.১ ০১.১২.২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ০২.১১.১৯৯৯; সর্বোচ্চ ০২.১১.১৯৮৮ পর্যন্ত)
৩.২ প্রার্থীর বয়স কম বা বেশী হলে আবেদন পত্র গ্রহনযোগ্য হবে না।
৪.০ (পুলিশ ভেরিফিকেশন ফরম): প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম কমিশনের www. bpsc.gov.bd ওয়েবসাইটে যথাসয়ে আপলোড করা হবে। ওয়েবসাইট থেকে প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে যথাসময়ে পূরণ ও স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার সময় উক্ত পরীক্ষার বোর্ডে ০৩ (তিন) কপি জমা দিতে হবে।
৪.২ মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে পূরণকৃত BPSC From-3 আবশ্যিকভাবে জমা দিতে হবে।
৪.৩ বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে সরকারের অনুমতিপত্র।
৪.৪ BPSC From-1 এবং সংযুক্ত সকল ডকুমেন্টস অনুপুঙখ যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি দেয়া হবে। কেবল লিখিত পরীক্ষায় কৃতকার্য হলেই মৌখিক অবতীর্ন হওয়ার যোগ্যতা অর্জিত হবে না। লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া যে সকল প্রার্থী সংশ্লিষ্ট সকল ডকুমেন্টের কপিসহ BPSC From-1 এর মুদ্রিত কপি জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থীতা বাতিল হবে এবং যে সকল প্রার্থী মৌাখিক পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন না।
৫.০ MCQ Type লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ:
৪২ তম বি.সি. এস. (বিশেষ) ২০২০ এর MCQ Type লিখিত পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনিদিষ্টি তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসেইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৬.০ পরীক্ষার মান বন্টন: মোট নম্বর : ৩০০
ক. লিখিত পরীক্ষা [MCQ Type] ২০০
খ. মৌখিক পরীক্ষা ১০০
সর্বমোট : ৩০০
আবেদনের লিংক নিছে শেয়ার করা হল:
http://bpsc.teletalk.com.bd/
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।










0 মন্তব্যসমূহ